যেহেতু আপনি এই পোষ্টটি পড়ছেন সেহেতু আপনি নিশ্চয়ই একজন প্রফেশনার গ্রাফিক ডিজাইনার হতে চাচ্ছেন। গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে প্রস্তুত করবেন, স্বপ্ন অনলাইনে ভাল ক্যারিয়ার গড়বেন। অনেক আয় করবেন। গ্রাফিক ডিজাইন কি (What is Graphic Design)? এটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাবো না। এখানে ছোট করে একটু আইডিয়া দিচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিজাইন শুরু করার আগের কি কি বিষয় অবশ্যই জানা দরকার।তাহলে চলুন শুরু করি…..
গ্রাফিক ডিজাইন কি?
গ্রাফিক্স ডিজাইন বলতে মূলত যা বুঝায় Logo, Typography, Visual arts, Banner, Photography, UX/UI ডিজাইন ইত্যাদি এর বাহিরেও আরো অনেক ডিজাইন রয়েছে। আমাদের দেশে ডিজাইন অনেক জনপ্রিয় এর কারন হচ্ছে এটি কম সময় শেখা যায় এবং এর মাধ্যমে অনলাইনে সহজে আয় করা যায়।
গ্রাফিক ডিজাইনিনং সফট্ওয়্যার
গ্রাফিক ডিজাইনের জন্য সব থেকে বেশি যে সফট্ওয়্যার গুলো ব্যবহার হয় তা হলো Adobe Photoshop ও Adobe illustrator এই দুইটি সফট্ওয়্যার ছাড়া গ্রাফিক ডিজাইন কল্পনাও করা যায় না। তবে নতুন দের জন্য এই দুইটি সফট্ওয়্যার শেখা অনেক কষ্ট সাধ্য হয়ে পরে। সমস্যাটি হচ্ছে “কোনটি আগে শেখা উচিত? Photoshop নাকি Adobe Illustrator!” এরক একটা দু টানায় পরে যায়। গ্রাফিক্স ডিজাইনের আরও একটি গুরুত্বপূর্ণ টুল রয়েছে সেটা হচ্ছে Microsoft PowerPoint। ডিজাইনার হিসেবে নতুন হলে এটি দিয়ে শুরু করা উচিত!
এ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop)
এই সফট্ওয়্যারটি দিয়ে মূলত Photo editing, Photo Manipulation, Movie Poster, Web design, UX/UI design, Book Cover Design, Print design ইত্যাদি ডিজাইন করা হয়ে থাকে। অনেক সুবিধা ও ইউজার ফ্রেন্ডলী হওয়ার কারণে এটি ডিজাইনাদের কাছে অনেক প্রিয়।
গ্রাফিক ডিজাইনার হিসাবে ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনাকে সবসময় আপডেইট ভার্সন ব্যবহার করতে হবে। Adobe Photoshop এর বর্তমান নতুন ভার্সন হচ্ছে Adobe Photoshop CC 2019 ডাউনলোড করতে লিংক এ ক্লিক করুন।
এ্যাডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator)
এই সফট্ওয়্যারটি দিয়ে মূলত গ্রাফিক ডিজাইনের এডভান্স কাজ গুলা করা হয়। এক মাত্র Photo editing ছাড়া বাকি প্রায় সব ধরনের কাজই করা যায় এই টুলসটি দ্বারা। সবচেয়ে বেশি Logo & Typography ডিজাইন করা হয়। ফটোশপ এ Print design গুলা করা গেলেও মূলত ইলাস্ট্রেটর এই Print design করা হয়।
Adobe Illustrator এর বর্তমান নতুন ভার্সন হচ্ছে Adobe Illustrator CC 2019 ডাউনলোড করতে লিংক এ ক্লিক করুন।
এখন আসা যাক ডিজাইনার হওয়ার জন্য আপনার কি কি বিষয় অবশ্যই মানতে হবে
একজন প্রফেশনার ডিজাইনার হতে হলে আপনাকে নিম্নের বিষয়গুলা অবশ্যই জানতে হবে। শুধু জানলেই হবে না, মানতেও হবে।
Nice Article
ReplyDeleteগ্রাফিক্স ডিজাইন কি