গ্রাফিক ডিজাইন কাজের জন্য কম্পিউটার কনফিগারেশন কেমন প্রয়োজন? ডেক্সটপ নাকি ল্যাপটপ?

গ্রাফিক ডিজাইন এর জন্য কেমন কম্পিউটার দরকার? ডেক্সটপ নাকি ল্যাপটপ? আউটসোর্সিং এর জন্য কোন ল্যাপটপ ভাল? গ্রাফিক্স ডিজাইনের জন্য গ্রাফিক্স কার্ড? ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য ল্যাপটপ? আউটসোর্সিং এর জন্য কম্পিউটার? আউটসোর্সিং এর জন্য কোন ল্যাপটপটি ভাল গ্রাফিক্সের জন্য ভালো ল্যাপটপ? ল্যাপটপের গ্রাফিক্স কার্ড? কোন কাজের জন্য কোন ল্যাপটপ ভাল? ইত্যাদি ইত্যাদি...
Best computer configuration for graphic design. Laptop or desktop what to buy.

গ্রাফিক ডিজাইন কাজের জন্য কম্পিউটার কনফিগারেশন কেমন প্রয়োজন? ডেক্সটপ নাকি ল্যাপটপ?

অনেকই আমাদের ফেসবুক পেইজফেসবুক গ্রুপে  জানতে চেয়েছেন যে, গ্রাফিক ডিজাইন কাজের জন্য কম্পিউটার কনফিগারেশন কেমন প্রয়োজন? ডেক্সটপ নাকি ল্যাপটপ? তাদের জন্যই আজকে আমার এই আর্টিকেলটি লেখা। এই আর্টিকেলটিতে আমি আলোচনা করেছি ’গ্রাফিক ডিজাইন কাজের জন্য ভাল কম্পিউটার কনফিগারেশন কি এবং আপনার জন্য ডেক্সটপ ভাল হবে নাকি ল্যাপটপ ভাল হব ‘। আশা করি পুরো আর্টিকেলটি পড়লে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখতে, গ্রাফিক ডিজাইনের বিভিন্ন টিপস ও ট্রিক্স গ্রাফিক  ডিজাইনের প্রয়োজনীয় সকল সফটওয়্যার ফ্রিতে পেতে এখানে ক্লিক করুন

প্রথমে বলে রাখি গ্রাফিক ডিজাইন কাজের জন্য যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করা হয় (সব থেকে বেশি ব্যবহার করা হয় এ্যাডোবি ফটোশপএ্যাডোবি ইলাস্ট্রেটর) সেগুলা প্রতিনিয়তই আপডেট হচ্ছে। তাই একেকটা টুলস এর জন্য একেকরকম কনফিগারেশন এর প্রয়োজন হয়। আমি এখানে মূলত গ্রাফিক ডিজাইন শুরু করার জন্য প্রয়োজনীয় (শিখার জন্য) উইন্ডোস কম্পিউটার এর কনফিগারেশন উল্লেখ করেছি। তাহলে চলুন শুরু করি...

১. মাদারবোর্ড (Mother Board)

মাদারবোর্ডকে বলা যায় কম্পিউটার এর ভিত্তি। টেকসই ও মজবুদ বিল্ডিং এর জন্য যেমন তার বেইস বা ভিত্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয় ঠিক তেমনি ভাবে কম্পিউটার এর বেলাও মাদারবোর্ডকে বেশি গুরুত্ব দিতে হয়। বাজারে অনেক নামিদামি ব্রেন্ড এর মাদারবোর্ড হয়তো আপনি পাবেন। কিন্ত আমি আপনাকে সাজেস্ট করবো গিগাবাইট (Gigabyte)এর মাদারবোর্ড কিনতে। কারণ 2D/3D কাজের জন্য ভাল পারফর্মেন্স পাওয়া যায়। গিগাবাইট (Gigabyte)এর ২৫০০ টাকা থেকে শুরু করে ৫০০০০ টাকার মাদারবোর্ডও রয়েছে। শুরুর দিকে আপনার বাজেট অনুযায়ী নিতে পারেন।

২. প্রসেসর (Processor)

স্বাধারনত আমরা Intel বা AMD প্রসেসর ব্যাবহার করি। এর মধ্যে Intel ভাল, আপনি  শুরু করার জন্য Intel এর core i3 /core i5 নিতে পারেন। তবে core i5 প্রসেসর ব্যাবহার ভাল হবে। কিনার আগে অবশ্যই  Processor Generation & GHz দেখে নিবেন। যখন পিসি কিনবেন তখনকার সময়ের Generation বা তার কাছাকাছি জেনারেশন এর প্রসেসর কিনবেন। যেমন বর্তমানে  9th Generation এর প্রসেসর পাওয়া যায়।

৩. র‌্যাম (RAM)

আপনি আপনার মাদারবোর্ড এর সাথে সামনজস্ব রেখে একটি র‌্যাম নিবেন।  বাজারে অনেক কোম্পানির র‌্যাম পাওয়া যায় আপনি Twinmos / Apacer / A Data কোম্পানির DDR4 ভারসনের ৮ জিবি / ৪ জিবি র‌্যাম নিতে পারেন।

৪. হার্ডডিস্ক (Hard Disk)

আপনার প্রয়োজন মতো 500 GB বা  1TB Hard disk নিতে পারেন। কম্পিউটারকে কয়েক গুন বেশী ফাস্টার/দ্রতগতী করতে আপনি চাইলে C ড্রাইভের জন্য আলাদা করে মিনিমাম ১২০/১২৮ GB SSD নিতে পারেন।

৫. মনিটর (Monitor)

আপনার ইচ্ছা অনুযায়ী যেকোন মাপের (22″ 24”)মনিটর আপনি নিতে পারেন। তবে একটু বড় মনিটর এ কাজ করে মজা পাওয়া যায়। Asus/Dell/HP/ ব্রান্ড মনিটর নিলে ভাল হবে। বর্তমানের বেশিরভাগ গ্রাফিক্স ডিজাইনাররা HP 21.5 Inch EliteDisplay E223 FHD এই মনিটরটি ব্যবহার করে থাকে।

৬. কিবোর্ড/মাউস (Keyboard/Mouse)

লংটাইম ব্যাবহারের জন্য A4 Tech কিবোর্ড মাউস ভাল হবে।

ল্যাপটপ নাকি ডেস্কটপ কোনটা কিনবো?

আপনি প্রথম দিকে ল্যাপটপ ও নিতে পারেন। সুবিধা হল আপনি মুভ করার সময় সাথে নিতে পারেবেন। প্রফেশনালি যখন ফ্রিল্যান্সিং কাজের জন্য ব্যবহার করবেন তখন আপনার লেপট এবং ডেস্কটপ ২ টাই লাগবে।

আশা করি আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। তার পরেও যদি কারো কোন প্রশ্ন থাকে তা হলে নিচে কমেন্ট বক্স এ জানাতে পারেন। আমার ফেসবুক গ্রুপ এ জয়েন হয়ে আপনার যে কোন প্রশ্ন বা পরামর্শ আমাকে জানাতে পারেন। গ্রাফিক ডিজাইন শিখতে এখনিই জয়েন হয়ে যান আমার সাথে

আপনাদের সহযোগিতায়
মো: শরিফুল ইসলাম
ফেসবুক: https://facebook.com/si1055
গ্রাফিক ডিজাইন ট্রেইনার:  www.dasigraphic.com
Previous Post
First
Related Posts

9 comments:

  1. কোন ডেক্সটপএ এইসব সুবিধা পাব। কিন্তু একটু কম দামে

    ReplyDelete
    Replies
    1. উপরে দেওয়া গাইড অনুযায়ী বানালে যে কোন ডেক্সটপেই আপনি এই সুবিধা পাবেন।

      Delete
  2. খুবই চমৎকারভাবে লিখছেন।মাশাল্লাহ

    ReplyDelete
  3. আমি গ্রাফিক্স ডিজাইনের জন্য ল্যাপটপ নিতে চাই?
    কেমন ল্যাপটপ নিলে ভালো ভাবে কাজ করতে পারবো?
    প্লিজ উত্তর

    ReplyDelete
    Replies
    1. কমপক্ষে core i3 নেওয়ার চেষ্টা করুন। সাথে ssd থাকলে ভাল পারফর্মেন্স পাবেন।

      Delete
  4. ল্যাপটপ দিয়ে কি গ্রাফিক্স ডিজাইন করা যাবে?

    ReplyDelete
  5. ল্যাপটপ দিয়ে কি গ্রাফিক্স ডিজাইন করা যায়?

    ReplyDelete
  6. গ্রাফিক ডিজাইন কাজের জন্য কম্পিউটার কনফিগারেশন কেমন প্রয়োজন? ডেক্সটপ নাকি ল্যাপটপ? - Graphic Design Bangla Tutorials - গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়ালস >>>>> Download Now

    >>>>> Download Full

    গ্রাফিক ডিজাইন কাজের জন্য কম্পিউটার কনফিগারেশন কেমন প্রয়োজন? ডেক্সটপ নাকি ল্যাপটপ? - Graphic Design Bangla Tutorials - গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়ালস >>>>> Download LINK

    >>>>> Download Now

    গ্রাফিক ডিজাইন কাজের জন্য কম্পিউটার কনফিগারেশন কেমন প্রয়োজন? ডেক্সটপ নাকি ল্যাপটপ? - Graphic Design Bangla Tutorials - গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়ালস >>>>> Download Full

    >>>>> Download LINK ym

    ReplyDelete