How to Change Color in Photoshop | ফটোশপে পোষাকের রং পরিবর্তন করুর খুব সহজেই

How to Change Color in Photoshop | ফটোশপে পোষাকের রং পরিবর্তন করুর খুব সহজেই: ফটোশপে যে কোন কিছুর রং বা কালার পরিবর্তন করা খুবই সহজ একটা পদ্ধতি। তবে এটা আবার কারো কারো কছে এই সহজ কাজটাই আবার হতে পারে অনেক কঠিন যদি না আপনি কাজটা সহজে করতে জানেন। আজকে আমি আপনাদের সাথে ৪টি ভিন্ন ভিন্ন উদাহরণের মাধ্যমে শেয়ার করবো How to Change or Replace Color in Photoshop Non Destructively.

How to change color in photoshop
How to change color in photoshop

কাজ শুরু করার আগে নিচের ভিডিওটা দেখে নিন





যে যে টুলস ব্যবহার করবো
  • Adobe Photoshop CS6
  • Hue/Saturation Adjustment Layer
  • Solid Color Adjustment Layer
  • Blen If (Blending Option > Advance)

How to Change Color in Photoshop | ফটোশপে পোষাকের রং পরিবর্তন করুর খুব সহজেই


পদ্ধতি - ১ (Hue/Saturation Adjustment Layer)

How to change color in photoshop by hue/saturation
How to change color in photoshop by hue/saturation

প্রথমে আপনার পছন্দের ছবিটি ফটোশপে অপেন করে নিন। তার পর যে অংশের কালার পরিবর্তন করতে চান সে অংশটিকে যে কোন একটি সিলেকশন টুলদিয়ে (recommended: quick selection tool) সিলেক্ট করে নিন। তার পর Layer panel এর নিচে Adjustment Layer আইকন এ ক্লিক করে Hue/Saturation Adjustment Layer নিন। অথবা Go to Layer > New Adjustment Layer > Hue/Saturation। এখন আপনার পছন্দমত কালার ‍দিন ও ছবিটি সেইভ করুন।


আরো জানুন- কি ভাবে সাদা কালো ছবিকে রঙিন ছবি করবেন?

পদ্ধতি - ২ (Solid Color Adjustment Layer)

how to change color in photoshop with solid color adjustment layer
how to change color in photoshop with solid color adjustment layer

প্রথমে আপনার পছন্দের ছবিটি ফটোশপে অপেন করে নিন। তার পর যে অংশের কালার পরিবর্তন করতে চান সে অংশটিকে যে কোন একটি সিলেকশন টুলদিয়ে (recommended: quick selection tool) সিলেক্ট করে নিন। তার পর Layer panel এর নিচে Adjustment Layer আইকন এ ক্লিক করে Solid Color Adjustment Layer নিন। অথবা Go to Layer > New Adjustment Layer > Solid Color Adjustment Layer। Layer panel এর উপরে থেকে Blending mode করে দিন Color। এখন আপনার পছন্দমত কালার ‍দিন ও ছবিটি সেইভ করুন।

পদ্ধতি - ৩ (Hue/Saturation Adjustment Layer)

how to change color in photoshop with hue/saturation (advance)
how to change color in photoshop with hue/saturation (advance)

এটা অনেকটা পদ্ধতি - ১ এর মতই। তবে এখানে কিছু এ্যাডান্স কাজ করা হবে। এই পদ্ধতিতে আপনি যে কোন Stripe/ Pattern এর কালার পরিবর্ত
ন করতে পারবেন।

প্রথমে আপনার পছন্দের ছবিটি ফটোশপে অপেন করে নিন। তার পর যে অংশের কালার পরিবর্তন করতে চান সে অংশটিকে যে কোন একটি সিলেকশন টুলদিয়ে (recommended: quick selection tool) সিলেক্ট করে নিন। তার পর Layer panel এর নিচে Adjustment Layer আইকন এ ক্লিক করে Hue/Saturation Adjustment Layer নিন। অথবা Go to Layer > New Adjustment Layer > Hue/Saturation। এখন আপনার পছন্দমত কালার ‍দেওয়ার জন্য Hue Slider এর পাশের হেন্ড টুলটি নিতে হবে।

graphic design free tutorials - dasigraphic.com


এখন Ctrl চেপে রেখে ছবিতে ক্লিক করুন ও ডানে অথবা বামে ড্রাগ করুন। তাহলে ‍সিলেকশন অংশের কালার পরিবর্তন হবে। ছবিটি সেইভ করুন।

পদ্ধতি - ৪ (Blend If - Blending Option)

how to change color in photoshop with blend if
how to change color in photoshop with blend if 

ফটোশপের ব্লান্ডিং অপশনের একটি এডভান্স অপশন হলো Blend If । এই অপশনটা মুলত ব্যবহার করা হয় কোন একটি লেয়ার হতে উজ্জ্বল(Light) বা অন্ধকার(Dark) পিক্সেল গুলোকে হাইড করার জন্য।

প্রথমে আপনার পছন্দের ছবিটি ফটোশপে অপেন করে নিন। তার পর Ctrl+J প্রেস করে ছবিটির একটি কপি করে নিন। Background Layer টি হাইড করে কপি করা Layer এ ডাবল ক্লিক করে Blending Option চালু করুন। Blending Option এর নিচে Blend If নামের এই এডভান্স অপশনটি পাওয়া যাবে।

এখন This Layer স্লাইডারটি বাম থেকে ডানে নিলে অন্ধাকার(Dark) ও ডান থেকে বামে নিলে উজ্জ্বল(light) pixel গুলা হাইড হতে থাকবে। প্রয়োজনীয় অংশটি রেখে Ok তে ক্লিক করুন। Layer টিকে ‍Convert to smart object করে নিন এবং Ctrl চেপে রেখে layer thumbnail এ ক্লিক করুন। এটা একটা সিলেকশন তৈরী করবে। এখন Layer > New Adjustment Layer > Hue/Saturation পছন্দমত কালার ‍দিন ও ছবিটি সেইভ করুন।


আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের কিছু শিখাতে পারলাম। আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে পারেন নিচে কমেন্ট করে। ভাল লাগবে বন্ধদের সাথে শেয়ার করবেন। গ্রাফিক ডিজাইন এর যে কোন সমস্যার সমাধান পেতে ‍যুক্ত হতে পারেন আমার Facebook Group এ। 

মো: শরিফুল ইসলাম
ফেসবুক: www.facebook.com/si1055
ওয়েবসাইট: www.dasigraphic.com
Previous Post
Next Post

হায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য। আমি মো: শরিফুল ইসলাম। পেশায় একজন ছাত্র ও গ্রাফিক ডিজাইনার। ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারের মত জনপ্রিয় মার্কেটপ্লেসগুলোতে ফ্রিল্যান্সার হিসাবে সার্ভিস দিয়ে থাকি। পাশাপাশি অবসর সময়ে ফ্রিল্যান্সিং ও অনলাইন ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন গাইড, টিপ্স, হেকস ও ইনফরমেশনাল লেখালেখি করি।

Related Posts

0 Comments: